ম💞য🤡়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে শিয়ালের ধাক্কা লেগে উল্টে পড়ে ফাহিম আহাম্মদ জিদান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর)꧒ রাতে গফরগাঁও থানার ভারಌপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে ময়মনসি🤡ংহের গফরগাঁওয়ের ভালুকা-গফরগাঁও সড়কের পাঁচুয়া🍒 ভারইল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় চালকসহ আরও চার জন আহত হয়েছেন।
নিহত পুলিশ সদস🔯্য জিদান নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের মাদরাসার শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের ছেলে।
তিনি ডিএমপি ঢাকা দক্ষিণ ভাটারা থান𓆉ায় কর্মরত ছিলেন। ছ꧒ুটি পেয়ে তিনি গ্রামের বাড়ি ফিরছিলেন।
পুলিশ জানায়, ভালুকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে পুলিশ সদস্য ফাহিম নান্দাইলে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় ভালুকা-গফরগাঁও সড়কের পাঁচুয়ার ভারইল এলাকায় পৌঁছলে একটি শিয়াল হঠাৎ দৌঁড়ে এসে অটোরিকশার সামনে পড়ে। এ সময় অটোরিকশা হঠাৎ ব্রেক করলে উল্টে পড়ে যায়। এ ঘটনায় চালক ও পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। এ সময় আহত অবস্থায় চালক অটোরিকশা নিয়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস♊্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য জিদানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত পুলিশ সদস্য দেড় বছর আগে পুলিশে যোগদান করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুন ব🎀লেন, হাসপাতালে নিয়ে আসার আগেই পুলিশ সদস্য ফাহিম আহাম্মদ জিদানের মৃত্যু হয়।
ওসি শিবিরুল ইসলাম বলেন, নিহত পুলিশ সদস্যের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘট𒁃না চালককে অটোরিকশাসহ আটক করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।