সন্তানদের সঙ্গে থাকা-খাওয়া নিয়ে ঝগড়া, বিষপানে বৃদ্ধ বাবার আত্মহত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৩:২৫ পিএম

গোপালগঞ্জের♚ কোটালীপাড়ায় বিষপানে সুরেন গাইন নামের ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন সন্তানদের নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে বিষপানে আত্মহত্যা করেছেন তিনি।

গোপালগঞ্জ সদর হাসপ๊াতালে ছয় দিন চিকিಞৎসাধীন থাকার পর অবশেষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

সুরেন গাইন কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামღের মতিলাল গাইনের ছেলে। তিনি দুই পুত্রসন্তাℱনের জনক।

জানা গেছে, গত শনিবার (১৬ নভেম্বর) পারিবারিক বিষয় নিয়ে সুরেন গাইনের সঙ্গে তার দুই ছেলে খোকন গাইন (৪৫) ও প্রদীপ গাইনের (৪০) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাই মিলে বৃদ্ধ বাবার গায়ে হাত তোলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে ওই দিন রাতে সুরেন গাইন ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ অবস্থায় অসুস্থ সুরেন গাইনকে পরিꦬবারের লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করেন෴। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প𒐪্রতিবেশীরা জানান, বৃদ্ধ সুরেন গাইন ও তার স্ত্রী আলাদাভাবে দুই ছেলের কাছে থাকতেন। এ নিয়ে প্রায়ই দুই সন্তানের সঙ্গে থাকা-খাওয়া নিয়ে পরিবারে ঝগড়া হতো। যার কারণে মাঝে মাঝে দুই ছেলে তাদের মা-বাবাকে মারধর করত। এই মারধর সহ্য করতে না পেরে সুরেন গাইন বিষপানে আত🍸্মহত্যা করেন।

এ বিষয়ে সুরেন গাইনের দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের ꧋কাছে জানতে চাওয়া হলে তারা কথা বলতে রাজি হননি। তবে খোকন গাইনের স্ত্রী সুচিত্র গাইন বলেন, “আমার শ্বশুর কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কী কারণে কীটনাশক 🐓পান করেছেন, তা আমাদের জানা নেই।”

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ👍বুল কালাম আজাদ বলেন, “এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।”