সুনামগঞ্জের জামালগঞ্জ♋ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখিꦜ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বেহেলি ইউনিয়নের বেহেলি সড়কে রাজাপুর সেতুর ক෴াছে এ দুর্ঘটনা ঘটে।
নি🔥হতরা হলেন উপজেলার বাঘানি গ্রামের জামাল মিয়ার ছেলে সোলেমান মিয়া এবং বেহেলি আলীপুর গ্রামের সুক𝄹ুর মামুদের ছেলে আশিক নূর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক নূর ও সোলেমান মোটরসাইকেলে করে উপজেলার বেহেলি থেকে সাচ♋নাবাজারের দিকে আসছিলেন। রাজাপুর সেতুর কাছে পৌঁছালে বিরপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসা💛ইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কামাল হোসেন দুর্ঘটনায় নিহতের🥀 বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনরা এসে প্রশাসনের অনুমতি সাপেক্ষে মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অ💝ভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।