সালথায় সংঘর্ষের প্রস্তুতিকালে গ্রেপ্তার ২৫

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৭:৩৬ পিএম

ফরিদপুরের সালথা উপজ✨েলায় ইউপি নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতিকালে ২৫ 𝐆জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালথা উপজেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৩ নভেম্বর) বিক𓆉ালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, সালথায় ইউ‌পি নির্বাচ‌নে ভোট দেওয়া‌কে কেন্দ্র ক‌রে সংঘর্ষের প্রস্তুতিকালে ১৫১ ধারায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতাররা হলেন : উপজেলার মঙ্গল সরদার (৪০), সবুজ সেখ (৩০), মুরাদ সরদার (২৫), মনির সেখ (৩২), বাবুল ইসলাম (২০), আলমগীর মুন্সী (৪০), মতিয়ার রহমান (৪৫), ইমরুল মাতুব্বর (২৫), মোহাল্লাল সেখ (৩৫), গফফার মাতুব্বর (২২), সাবু খাঁন (২৫), রেজাউল করিম (২৭), খলিল সেখ (৪৫), ফারুক খাঁন (৫০), নাজির সেখ (৩০), ইমরুল হোসেন (৩৭), আলমগীর মোল্লা (৪০), ফরিদ মোল্লা (৩৫), কামাল মোল্লা (৩০), এনায়েত সেখ (২৫), শাহজাহান মোল্লা (৪০), শামীম মোল্লা (২০), মোস্তফা মাতুব্বর (৩৫), রিপন মাতুব্বর (৩🐟০) ও লিটন মাতুব্বর (৩৫)।

ফরিদপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, “নির্বাচꦉ‌নে ভোট দেওয়া‌কে কেন্দ্র ক‌রে সংঘর্ঘের প্রস্তু‌ত🧸িকা‌লে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিকালে ফরিদপুরের আদাল‌তে পাঠানো হ‌য়েছে।