শরীয়তপুরের ডামুড্যায় গ্রামীণ সড়কের পাশে ১০টি ব্যাগভর্তি ಌঅবস্থায় পড়ে ছি♓ল বোমা সদৃশ বস্তু। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী এসে সড়কের জায়গাটি ঘিরে রেখেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর🌃 আকালবরিশ গ্রামের সড়কের পাশে বো♛মা সদৃশ বস্তু দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উত্তর আকালবরিশ গ্রামের রাস্তার পাশে ১০টি কালো রঙের হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমা সদৃশ বস্তু বের হয়ে থাকতে দেখে পুল♔িশকে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বোমা শনাক্তকরণ ও উদ্ধারে ঘটনাস্থলে রওনা হয়েছে বাংলাদꦦেশ সেনাবাহিনী ও পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। খবর পাওয়ার পর থেকে সড়কের ওই স্থানটি ঘিরে রেখেছে পুলিশ।
স্থানীয় আব্দুল জলিল বলেন, “সকালে কয়েক জন লোক একসঙ্গে সড়কটি দিয়ে হেঁটে যাচ্🦋ছিল। হঠাৎ করে একজন দেখতে পায় ঝোপের মধ্যে কালো রঙের ব্যাগ। ব্যাগগুলো দেখে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে এলাকাটি ঘিরে রেখেছে। আমরা এখন আত🌞ঙ্কের মধ্যে আছি।”
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রহস্যময় প্রায় ১০টি ব্যাগ পড়ে আছে। তদ🐟ন্ত না করে এখন কিছু বলা যাচ্ছে না। পরে বিস্তার🏅িত জানানো হবে।”