বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার কমিটি অনুমোদন

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৮:২৮ পিএম

বৈষমಌ্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার ♚কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রোববার (১০ নভেম্বর) ব🎀িকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত কমিট♔িটি প্রকাশ করেন সমন্বয়ক হাসিবুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সিলেট মদনমোহন✅ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমনদ্🌜দোজা আহমদকে আহ্বায়ক ও সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান সাকিবকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া ৯ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৮ౠ জনকে য🍸ুগ্ম সদস্য সচিব করে কমিটিতে যুক্ত করা হয়েছে।

[103809]

মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী রুহি আক্তার, মুখপাত্র সুনামগঞ্জ স▨রকারি কলেজের রুহুল আমীন। সংগঠক পদে আরও ১১ এবং সদস্য পদে ৬৭ জনসহ মোট ৯৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।