নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৯:০০ এএম

সুনামগঞ্জের দিরাইয়ে মৌ রানী দাস (১৭) নামের এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার 💦তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৌ স্থানীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বসতঘরে থাকা ধানের উগারের (কাড়ি) ভেতরে মৌ𝓀 দাসের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের 🗹পর মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।