যশোরের বেনাপোলে গণঅধিকার পরিষদের উদ্যোগে ‘স্🍌বস্তির বাজার’ 🧸চালু করা হয়েছে। বিশেষ এ বাজারে বিনা লাভে শাক-সবজি বিক্রি করা হচ্ছে।
মানুষের জীবনযাত্রার খরচ কমাতে এবং ত𝐆াদের পাশে দাঁড়াতে মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে বেনাপোলের পুকুর পাড় মসজিদের স𒉰ামনে এ বাজার উদ্বোধন করা হয়।
এসময় গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, সহ-ভূমি ও পুনর্বাসন সম্পাদক এ বি এম আশিকুরꦡ রহমান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-মানব অধিকার বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
আশিক ইকবাল বলেন, “কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজির যে দাম পা, তার চেয়ে কয়েকগুণ লাভ করেন মধ্যস্বত্বভোগীরা। যাদের আমরা ‘সিন্ডিকেট’ নামে চিনি। এই সিন্ডিকেট ভেঙে দিতেই গণঅধিকার পরিষদ এমন উদ্যোগ নিয়েছে।”