মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ১২:৫৯ পিএম

সুনামগঞ্জের পৌর শহরের এসপি বাংলো এলাকায় একটি বাসা থেকে ফরিদা বেগম ও তার ছেলে মি🐭নহাজের কলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসক ঘটনাস্থল ♛পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, শহরের এসপি বাংলো এলাকা একটি বাসায় ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুমেই ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসায় কাজের মহিলা এসে ঘর খোলা ও তাদের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর🍸 দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। সোমবার দিনগত রাতে কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হ𝕴ক বলেন, মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে। বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।