নাটোরে বেগম খাল📖েদা জিয়া মহাবিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করতে পারেননি। এ বছর এই কলেজ থেকে মোট পাঁচজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তারা প্রত্যেকে অকৃতকার্য হয়েছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ১১ট🎐ায় রাজশাহীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
এছাড়া জেলার গুরুদাসপুর উপজেলার ‘দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ’ যেখানে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায𝔉় অংশগ্রহণ করেন। নলডাঙ্গা উপজেলার সরকোতিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২ জ🃏ন এবং বাগাতিপাড়া উপজেলার তমালতলা উইমেন্স কলেজ থেকে ২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ পাস করেননি।
জানা গেছে, এ বছর নাটোর জেলায় পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। আর জিপিএ-৫ 🎀পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী।
বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, “আমাদের নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান। প্ꦓরতিষ্ঠানটি শুরুর দিকে ছাত্র-ছাত্রীর সংখ্যা ভালো ছিল। পরবর্তীতে পটপরিবর্তন হলে এখানে কাউকে ভর্তি করাতে দিত না। কলেজ খুলতেও অনেক সময় বাধা প্রদান করা হতো। তবুও প্রতি বছর পাসের সংখ্যা আশানুরূপ থাকতো। এ বছর যেকজন পরীক্ষা দিয়েছে তারা কেউ নিয়মিত ক্লাস করত না। আমরা চেষ্টা করছি নতুন করে প্রতিষ্ঠানটাকে ঢেলে সাজানোর। আশা করি সামনের বছর ভালো ফ✃লাফল হবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রওশন আলী বলেন, “নাটোর থেকে এ বছর মোট ১১ হাজার ৪৬৭ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার ভেতর পাস করেছে ৮ হাজার ৯৯২ জন। চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করতে পারেনি। এ প্রতিষ্ঠানগুলোতে কেন পাস করল ন𝓀া সে বিষয়ে আমরা তদন্ত করব।”
জেলা শিক্ষা অফিসার মো. শাহাদুজ্জামান বলেন, “আমি নাটোরের বাইরে আছি। যেসব প্রতিষ্ঠানে একজনও পাস করেনি সেসব প্রতিষ্ঠান প্রধানদের স꧑🌼ঙ্গে বসা হবে।”