এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় নওগাঁর বদলগাছীতেꦿ পটলের ℱবেশ ভালো উৎপাদন হয়েছে। তবে উৎপাদন বেশি হলেও আশানুরূপ দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন চাষিরা। এতে হতাশা প্রকাশ করেছেন তারা।
শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার কোলার হাটে সকাল থেকেই সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা মণ দরে পটল বেচাকেনা চলছিল। এর ১ ঘন্টার ব্যবধানে প্রতিমণ পটলꦚের দাম ১০০ থেকে ১৫০ টাকা বেড়ে যায়।
তবে পটল চাষিদের দাবি মৌসুমের প্রথম দিকে প্রতি কেজি পটল ১৮০𒉰০ থেকে ২ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। এখন সেই তুলনায় দাম অনেক কমে গেছে।
আব্দুল করিম নামের এক চাষি বলেন, “আগে বাজারে পটল নিয়ে গেলে বিক্🐲রি করে আনন্দ পেতাম। এখন বাজারে পটলের দাম খুবই কম। পটল লাভজনক ফসল হলেও অনেক পরিশ্রম করতে হয়। এছাড়া অন্যান্য খরচ তো রয়েছেই। এসব খরচ ও পরিশ্রম অনুসারে দাম কমে গেলে লোকসানে💦 পড়েতে হয়।”
উপজেলাಌ কৃষি কর্💟মকর্তা সাবাব ফারহান জানান, চলতি মৌসুমে উপজেলায় ৩৮৫ হেক্টর জমিতে পটল চাষাবাদ হয়েছে। পটলের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগ সব সময় কৃষকদের পরামর্শ দিয়ে আসছে।