জয়পুরহাটের কালাইয়ের পুনট ইউনিয়নে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক উন্ন𒆙য়ন কাজ করছেন স্থানীয়রা।
সোমবার (১৪ অক্টোবর) সকালে পুনট ইউনিয়নে𝓰র রাধানগর গ্রামে অধ্যক্ষ আব্দুল করিমের নেতৃত্বে গ্রামের শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে প্রায়𝄹 ৩০০ ফিট কাঁচা রাস্তায় ইট বিছানোর কাজ শুরু করেন।
এলাকাবাসী জানান, রাধানগর এলতা, ইমামপুর, হাটশেখা আদর্শগ্রামসহ গ্রামের প্রায় ২ থেকে ৩ হাজার মা🧔নুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। 🔜তবে কাঁচা রাস্তা হওয়ার কারণে প্রায় ৫০ বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে।
তারা আরও জানান, কাঁচা রাস্তাটি বর্ষায় কর্দমꦬাক্ত ও পিচ্ছিল হয়ে চলাচল🗹ের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের।