নিজের পাতা ফাঁদে প্রাণ গেল মোতালেবের

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৬:৪৩ পিএম

রাজবাড়ীতে ইঁদুরের আক্রমণ থেকে ধানক্ষেত রক্ষা করতে নি𒈔জের পেতে রাখা বৈদ্যুতিক ফাঁ⛄দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোতালেব সরদার (৭২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমব🐬ার (১৪ অক্টোবর) সকালে রাজ⛎বাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোতালেবের বাড়ি একই গ্রামে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, মোতালেব সরদারের বাড়ির পে🦂ছনে রয়েছে ধানক্ষেত। সেখানে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে খোলা তার টানা দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ওই ফাঁদে রাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে সকালে তা বিচ্ছিন্ন করে রাখতেন।

রোববার (১৩ অক্টোবর) 𒊎রাতে বিদ্যুৎ সংযোগ দিলেও সোমবার সকালে তা বিচ্ছিন্ন করতে ভুলে যান মোতালেব। সকালে তিনি ধানক্ষেতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি൲ অপমৃত্যু মামলা হয়েছে।✤”