সমস্যা নꦗেই অন্য কোন খেলায়। কয়েক মাস আগে ভারত সফর করে পাকꦿিস্তানের টেনিস দল। এবার ভারত গেল পাকিস্তানের জুনিয়র অ্যাথলেটিক্স দল।
তারা ভারতে এসেছে সাফ জুনিয়র অ্যাথলেটিক্সে অংশ নিত🌜ে। যা ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে 🦩ভারতের চেন্নাই শহরে।
পাকিস্তানি দলের ভিসা পাওয়া নিয়ে সমস্যা হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য জটিলতা কেটে গেছে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাস ভিসার ব্যবস্থা করেছ🎉ে।
পাকিস্তান দলে ১২ জন অ্যাথলেটদের সঙ্গে রয়েছেন কꦐোচিং স্টাফ ও কর্মকর্তারা।
উল্লেখ্𝓀য, গত বছরেরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে পাকিস্তান দল ভারতে যায়।
সবই ঠিকআছে। শুধু ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠাতে রাজি হয় না সেদেশের সরকার। ক্রিকেট দল পাকিস্ꦐতান পাঠানোর কথা উঠলেই ভারত সরকার বেঁকে বসে।