• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জনসনের অ্যাথলেটিক্স লিগে প্রথম ব্রিটিশ নারী নেইতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০২:৫৮ পিএম
জনসনের অ্যাথলেটিক্স লিগে প্রথম ব্রিটিশ নারী নেইতা
স্প্রিন্টার ড্যারিল নেইতা। ছবি : সংগৃহীত

স্প্রিন্টার ড্যারিল꧋ নেইতা হয়েছেন মাইকেল জনসনের নতুন অ্যাথলেটিক্স লিগে যোগদানকারী প্রথম ব্রিটিশ নার♏ী।

২৮ বছর বয়সী নেইতা চলতি বছর অলিম্পিক পদক জেতেন। তিনি ছিলেন প্যারিস অলি𝔉ম্পিকে রৌপ্য𒈔পদক জয়ী গ্রেট ব্রিটেনের ৪*১০০ মিটার রিলে দলের গর্বিত সদস্য।  

গ্র্যান্ড স্ল্যাম ট্র্যাক ইভেন্ট অ্যাথলেটিক্স লিগ গত জুন মাসে প্রবর্তন করেন বিশ্বের সর্বকালের অন্যতম কিংবদন্তি স্প্রিন্টার মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল জনসন। বিশ্বের নামী-দামী দৌড়বিদদের একত্রিত করার লক্ষ্𒅌যেই জনসন এই লিগ চালু করেন। যেখানে প্রথম পুরস্কার হিসেবে থাকবে এক লাখ ডলার।  

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিন্টার মাইকেল জনসন। ছবি: সংগৃহীত

আগামী বছর এপ্র𝔍িল মাস থেকে শুরু হবে জনসনের এই আসর। চারটি ইভেন্ট থাকবে এই আসরে। যেখানে মোট পুরস্কার থাকবে ১ কোটি ২৬ লাখ ডলার।

নেইতা ছাড়াও প্যারিসꦗ অলিম্পিকে রৌপ্যপদক জয়ী ১৫০০ মিটার দৌড়বিদ জোশ কের এবং ৪০০ মিটার স্প্রিন্ট তারকা ম্যাথিউ হাডসন স্মিথও এই আসর মাতাবেন 🎉ব্রিটেনের হয়ে।  

এছাড়াও কেনিয়ার ৮০০ মিটারের বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী মেরি মুরা, ৪০০ ম✨িটার স্পিন্টের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও প্যারিস অলিম্পিকে রৌপ্যপদক জয়ী বাহরাইনের সালওয়া ইদ নাসের🧔ও   এই প্রতিযোগিতায় অংশ নেবেন।  

নেইতা বলেন, ‘গ্র্যান্ড স্ল্যাম ট্র্যাকে প্রথম ব্রিটিশ নারী হিসেবে অংশ গ্রহণ করার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত এবং এই নতুন লিগে ꩲদৌড় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।’

এই গ্র্য🍃ান্ড স্ল্যাম ট্র্যাক ইভেন্ট প্র🐬তি বছর চারবার আয়োজন করা হবে। যার দুটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।

 

Link copied!