সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীর বয়স যাচাইয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্য।🦩 এরই অংশ হিসেবে ব্যবহারকারীদের বয়স যাচাই করার উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। ফলে অপ্রাপ্তবয়স্ক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন বিধিনিষেধ আরোপের মাধ্যমে তাদের সাইবার নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছ𒅌ে।
ডব্লিউএবেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ভি২.২৪.১২.২৫ এ বয়স যাচাই করার একটি অপশন দেখা যাচ্ছে। সেখানে ব্যবহারকারীদের জন্ম তা🀅রিখ ও সাল উল্লেখ করতে বলা হয়েছে। জন্মতারিখ বা সাল দেওয়ার পর তা আর পরিবর্তন করা যাচ্ছে না। এমনকি হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য এ অপশনটি পূরণ করা বাধ্যতামূলক হিসেবেও দেখানো হচ্ছে। অপশনটি শুধু বেটা সংস্করণে দেখা যাচ্ছে। এখনো সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হয়নি। ফলে সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
ব্যবহারকারীদের বয়স যাচাই করার সুবিধা চালুর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি হোয়াটসঅ্যাপ। এমনকি সুবিধাটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি অন্যান্য দেশেও চালু করা হবে, সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে চালু হতে যাওয়া নীতিমালা মানতেই এ পদক্ষেপ নিতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া