কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আরব আমিরাতে (ইউএই) দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের মুক্তি করতে আইনজীবী নি🔴য়োগ করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) মিশন চিফ মুহাম্মদ মিযানুর রহমান স্বꦉাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায়। এ বিষয়ে আইনজীবী ওলোরা আফরিন🍌কে সাহায্য করবে সংযুক্ত আমিরাতের বাংলাদেশ অ্যাম্বাসি।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রতিবাদ জানিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। এ কারণে করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জ๊ীবন, ৫৩ জꦡনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এবার ꦛতাদের মুক্তির বিষয়ে কাজ করতে আইনজীবী ওলোরা আফরিনকে নি🐎য়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
এর আগে, ফাউন্ডেশান ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের (ফไ্লাড) পক্ষ থেকে জানানো হয়, কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশি শ্রমিককে আইনি সহায়তা দিচ্ছে তারা।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সমর্থཧনে আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় গত ১৯ জুলাই জমায়েত করেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় দাঙ্গা উসকে দেয়ার অভিযোগে তাদের একটি দলকে গ্রেপ্তার করা হয়।&n🐟bsp;