ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল হিমালয়ের দেশ নেপাল। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধান💛ী কাঠমান্ডুতে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। সব মিলিয়ে বাংলাদেশে তারা ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে।
গেꦅল অক্টোবরের শুরুতে বিদ্যুৎ রপ্তানির ত্রিপক্ষীয় চুক্তিটি হয়। তবে চলতি বছরে (২০২৪ সালে) শুধু একদিনই বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে নেপাল। আসছে ২০২৫ সালের ১৫ জুন থেকে ফের বিদ্যুৎ সরবꦡরাহ শুরু করবে নেপাল।
দেশটি বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে। এর মধ্যে ২৫𝕴 মেগাওয়াট ত্রিশূলি আর ২২ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমি হাই✨ড্রোপাওয়ার প্রজেক্ট থেকে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়ছে ৮ দশমিক ১৭ রুপি, যা বাংলাদেশের ১১ টাকা ৬০ পয়সা। এর মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে।
বিদ্যুতের এই রেট ভারতের আদানি গ্রুপ থেকে আমদানি করা বিদ্যুতের দামের চেয়ে অনেকটা কম। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য আদানি যেখানে বাংলাদেশ𒈔 থেকেꦺ নিয়েছে ১৪ দশমিক শূন্য ২ টাকা, সেখানে নেপালের বিদ্যুতের দাম পড়ছে ১১ টাকা ৬০ পয়সা।
ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, নেপাল ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ। দুই দেশের মধ্যে সরাসরিꦫ বৈদ্যুতিক সংযোগ না থাকায় ভারতের সঞ্চালন লাইন হয়ে বিদ্যুৎ আসবে।
প্রসঙ্গত, নেপাল ২০২১ স꧂ালের নভ𒁏েম্বর থেকে ভারতে বিদ্যুৎ সরবরাহ করছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে তারা অতিরিক্ত জলবিদ্যুৎ উৎপন্ন করে থাকে বলে এগুলো রপ্তানি করতে পারে।