লক্ষ্মীপুরে দুটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল নামের এক যুবককে আটক করে সেনাবাহিনীর কাছে হস্🅠তান্তর করেছ⛄ে ছাত্র-জনতা।
সোমবার (২৮ অক্টোবর) রাতে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে অস্ত্রসহ তাকে আ🧔টক করা হয়। আটক সোহেল ꦏস্থানীয় ওই এলাকার হারুনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী তারেকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে স্থানীয় আরিফ, আলমগীরকে সঙ্গে নিয়ে সোহেল♍ একই এলাকার তারেককে গুলি করে হত্যার হুমকি দেন। এসময় তারা পিস্তল প্রদর্শন করলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। এ সময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে প𓆏ালিয়ে গেলেও জনতার হাতে ধরা পড়েন সোহেল। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল ও একটি ব্যাগভর্তি চাপাতি উদ্ধার করা হয়।
খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্য🌠রা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করে নিয়ে যা🉐য়।
সদ🐽র থানার উপপরিদর্শক (এসআই) আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।