দীপাবলির উৎসব বিশ্বের যে দেশে যেমন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০১:৩৭ পিএম

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব কালীপূজা। এই পূজাকে ‘দীপাবলি’ও বলা হয়। অন্ধকারকে আলোকিত করার মাধ্যমেই এই পূজার উৎসব পালিত হয়। এই উৎসব দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, ꦐসুখসুপ্তিকা এবং যক্ষরাত্রি নামেও অভিহিত হয়ে থাকে।

উৎসবের এই দিন হিন্দু ধর্মাবলম্বীরা ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালান। মূဣলত এই প্রদীপ জ্বালানো হচ্ছে অমঙ্গল বিদায়ের প্রতীক। প্রাচীন প্রথা অনুসারে, দীপাবলির সন্ধ্যায় ঘরে ও এর চারপাশে অসংখ্য প্রদীপ জ্বালানো হয়। তেল দিয়ে💝 জ্বালানো হয় মাটির প্রদীপ। কেউ আবার মাটির প্রদীপের পরিবর্তে কলাগাছের খোলেও প্রদীপ জ্বালিয়ে থাকেন।

শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নয়, বিশ্বজুড়ে এখন অনেকেই এই উৎসব পালন করে। বৌদ্ধ, জৈন ও 💮খ্রিষ্টানরাও অন্যভাবে আলোর এই উৎসব পালন করে। অশুভ শক্তির পরাজয় ও মন্দ শক্তির পতনের লক্ষ্যে এই উৎসব পালিত হয় বিশ্বমহলে।

বিশ্বের ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মায়নমার, মরিশাস, গুয়ানা, ত্রিনিদাদ ও টোবাগো, সুরিনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিজিতে আলোর উৎসব দীপাবলি পালিত হয়। দিনটিকে ౠসরকারি ছুটি হিসেবেও ঘোষণা করেছে অনেক দেশ। দীপাবলির এই উৎসব পালনের ধরন একেক দেশে একেক রকম। বিশ্বের কোন কোন দেশে দীপাবলির উৎসব উদযাপিত হয় তা জানব এই আয়োজনে।

ইন্দোনেশিয়া
প্রতিবছরই দীপাবলি উদযাপিত হয় ইন্দোনেশিয়ায়। শুধু তাই নয়, এই দিনটিতে সরকারি ছুটিও পালনꦐ করে দেশটি। সাধারণ মানুষও এই উৎসবে অংশ নিতে পারেন।

ফিজি
ফিজিতে প্রচুর হিন্দু ধর্মাবলম্বীর মানুষ বাস করেন। তাদের হাত ধরেই দেশটিতে উদযাপিত হয় দীপাবলির আনুষ্ঠানিকতা। এখন পুরো দেশেই এই উৎসব পালিত হꦍয়।

মালয়েশিয়া
মালয়েশিয়ায় দ𒁃ীপাবলির উদযাপন হয়। আলোকিত হয়ে ওঠে চারপাশ। কিন্তু এ দেশে আতশবাজি পোড়ানো একদমই নিষিদ্ধ। দীপাবলির অন্যান্য আনুষ্ঠানিকতা জাঁকজমকপূর্ণভাবেই পালিত হয়। পরস্পরকে উপহার দেওয়া-নেওয়ার প্রচলনও রয়েছে এই দেশে। সেই সঙ্গে মিষ্টিও খাওয়ানো হয়।

মরিশাস
ভারতীয় ঐতিহ্যকে ধারণ করে মরিশাসে পালন করা হয় দীপাবলি। এ দেশে ভারতীয় নাগরিকের সংখ্যা অনেক। দিনটিতে তারা মেতে ওঠে নানা উৎসব-আনন্দে। দেশের অন্যতম গুরুཧত্বপূর্ণ উৎসব হিসেবে দিনটি উদযাপন করেন মরিশাসবাসী।

নেপাল
দেশের অন্যতম বড় অনুষ্ঠান দীপাবলি। এই&nb♎sp;দিন আতশবাজি, আলো﷽র উদযাপন যেমন হয়, তেমনই হয় লক্ষ্মীপুজোও। তবে এর পাশাপাশি দীপাবলির দিন নেপালে বিভিন্ন পশুর পুজোও করা হয়।

শ্রীলঙ্কা
ღ দীপাবলির আলোর উদযাপনে শ্রীলঙ্কাও বেশ এগিয়ে। এখানে মূলত বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে আলোর উৎসব পালন করা হয়।

কানাডা
দীপাবলির দিন কানাডায় সরকারি ছুটি দিন নয়। কিন্তু সারা দেশেই পালন করা হয় আলোর উৎসব। আতশবাজি থেকে প্রদীপ দীপাবলির🌄 রাতে গোটা দেশ সেজে ওঠে আলোয়। আলোকে কেন্দ্র করেই মেতে ওঠে দেশবাসী। 

সিঙ্গাপুর
দীপাবলির রাতটা এই দেশে একেবারে অন্য রকম। আপনি বুঝতেই পারবেন না দেশের ব🅰াইরে আছেন। ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই সিঙ্গাপুর সেজে ওঠে দীপাবলির সাজে।  

ইংল্যান্ড
এ দেশের বেশ কয়েকಞটি শহরে জোরলোভাবে দীপাবলি পালন করা হয়। শুধু আলো নয়, এর সঙ্গে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও।

থাইল্যান্ড
থাইল্যান্ডেও উদযাপিত হয় দীপাবলির আলোর উৎসব। তবে দীপাবলির দিনে নয়, দܫেশটিতে নিয়ম অনুযায়ী অন্য একটি দিনে পালন করা হয় এই꧟ উৎসব।