সিঙ্গাপুরে কোয়ারেন্টাইনমুক্ত যেসব দেশের পর্যটকরা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০২:১১ পিএম

করোনা মহামারির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পৃথিবীর অধিকাংশ দেশ ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ় গ্রহণকারীদের প্রবেশের অনুমতি দিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার পর্যটকদের জন্য় খুলে গেছে সিঙ্গাপুর। বিশ্বের ১১টি দেশের পর্যটকরা সিঙ্গাপুর ভ্রমণে যেতে পারছেন। এমনকি এসব দেশের পর্যটকরা কোয়ারেন্টাইন মুক্ত থাকবে বলেও ঘোষণা দিয়েছে🗹 সিঙ্গাপুর সরকার।

বিবিসি জানায়, ১ অক্টোবর থেকেইꦯ সিঙ্গাপুর ভ্রমণের অনুমতি পেয়েছে ১১টি দেশের পর্যটকরা। এসব দেশের বাসিন্দারা সিঙ্গাপুরে প্রবেশ করার পর ট্রাভেল লেনের অধীনে কোয়ারান্টাইন মুক্ত প্রবেশಞের অনুমতি পাবে।

তবে শর্ত অনুযায়ী, ভ্🍎রমণকারীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার সম্🧸পূর্ণ ডোজ গ্রহণ করতেই হবে। প্রবেশের সময় টিকা নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। সিঙ্গাপুরের ছাঙ্গি বিমানবন্দরের পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে।

সিঙ্গাপুর সরকারের ভিটিএল স্কিমের তালিকায় রয়েছে ডেনমার্ক,🤪 ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র𝕴, জার্মানি, কানাডাসহ দেশগুলোর নাম। এসব দেশের বাসিন্দারা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন। এশিয়া থেকে শুধুমাত্র রয়েছে ব্রুনাই।

এছাড়াও দক্ষিণ কোরিয়া থেকে ভ্যাকসিনের সম্পূর্ণ 🃏ডো🎃জ় নেওয়া পর্যটকরা আগামী ১৫ নভেম্বর থেকে সিঙ্গাপুর ভ্রমণে অনুমতি পাবেন বলেও জানা যায়।

এদিকে পর্যটকদের জন্য় সিঙ্গাপুর এয়ারꦓলাইন্স ১৪টি🐻 শহরে ভিটিএল ফ্লাইট পরিষেবা চালু করছে।