করোনা মহামারির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পৃথিবীর অধিকাংশ দেশ ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ় গ্রহণকারীদের প্রবেশের অনুমতি দিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার পর্যটকদের জন্য় খুলে গেছে সিঙ্গাপুর। বিশ্বের ১১টি দেশের পর্যটকরা সিঙ্গাপুর ভ্রমণ🀅ে যেতে পারছেন। এমনকি এসব দেশের পর্যটকরা কোয়ারেন্টাইন মুক্ত থাকবে বলেও ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর সরকার।
বিবিসি জানায়, ১ অক্টোবর থেকেই সিঙ্গা🔯পুর ভ্রমণের অনুমতি পেয়েছে ১১টি দেশের পর্যটকরা। এসব দেশের বাসিন্দারা সিঙ্গাপুরে প্রবেশ করার পর ট্রাভেল লেনের অধীনে কোয়ারান্টাইন মুক্ত প্রবেশের অনুমতি পাবে।
তবে শর্ত অনুযায়ী, ভ্রমণকারীদের 🌳বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করতেই হবে। প্রবেশের সময় টিকা নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। সিঙ্গাপুরের ছাঙ্গি বিমানবন্দরের পৌঁছানোর ৪৮ ঘণ্টা ꦆআগে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে।
সিঙ্গাপুর সরকারের ভিটিএল স্কিমের তালিকায় রয়েছে ডেনꦑমার্ক, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডাসহ দেশগুলোর নাম। এসব দেশের বাসিন্দারা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন। এশিয়া থেকে🌸 শুধুমাত্র রয়েছে ব্রুনাই।
এছাড়াও দক্ষিণ কোরিয়া থেকে ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ় নেওয়া পর্যটকরা আগামী ১৫ নভেম্বর থেকে সিঙ্গাপুর ভ্রমণে অন🌼ুমতি পাবেন বলেও জানা যায়।
এদিকে পর্যটকদের জন্য় সিঙ্গাপুর এয়ারলাইন্স ১৪টি শহরে ভিটিএল ফ্লাইট পরিষেবা চাꩲলু করছে।