বছরের এই সময়টা ভ্রমণে যাওয়ার জন্য অত্যন্ত উপযোগী। ঠান্ডা-ঠান্ডা পড়তেই সাধারণত বেড়াতে যাওয়া বেশি জমে। বেড়াতে যাওয়ার ঠিক আগে তাড়াহুড়োর মধ্যে সবকিছু গুছিয়ে নিতে হয় আমাদের। অনেকসময় ভুল করে রেখে যাওয়া জিনিসটার জন্য ভ্রমনের স্থাꦫনে পৌঁছে অনুশোচনা করতে হয়। তাই সব চিন্তা বাদ রেখে ব্যাগ গুছিয়ে নিন একটু মনো🌄যোগের সঙ্গে। এখন থেকেই শীতের ভ্রমণের প্রয়োজনীয় জিনিসের তালিকা বানিয়ে ফেলুন।
আসুন জেনে নেয়া যাক শীতে ভ্রম♚ণে গেলে♛ আবশ্যই রাখবেন যে জিনিসগুলো-
দরকারি কাগজপত্র
কোথাও 𝄹বেড়াতে যাওয়ার থাকলে, প্রথমেই কোন কোন কাগজ নিতে হবে, সেগুলি গ♕ুছিয়ে নিন। ভোটার আইডি কার্ড, ব্যাংক কার্ড, ভ্রমণের টিকিট, ফোন চার্জার, পাসপোর্ট-ভিসার কাগজ গুছিয়ে নিন। তবে এখন সঙ্গে কোভিডের টিকার শংসাপত্র রাখতে ভুলবেন না।
প্রয়োজনীয় ওষুধ
ভ্রমণে জ্বর, পেটের গণ্ডগোল, সর্দি, মাথাব্যথার সাধারণ ওষুধ সঙ্গে রাখতে হবে। সঙ্গে নিতে পারেন আরও কয়েকটি ওষুধ। শীতে অনেকের ত্বকে 🍸ছত্রাকঘটিত সংক্রমণ হয়, তার ওষুধ সঙ্গে রাখুন। এ ছাড়াও ব্যাগে ব্যথা 🦩কমানোর মলম বা স্প্রে।
পোর্টেবল পানির ফিল্টার
বেড়াতᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে গিয়ে পানীয় জলের সমস্যায় পড়তে হয় অন𝔍েককেই। পোর্টেবল পানির ফিল্টার সঙ্গে রাখলে এই সমস্যা সহজ সমাধান মিলবে। যে কোনও জায়গায় পাওয়া যাবে পানীয় জল।
টয়লেট পেপার
শীতে সব জায়গায় পানি নাও পেতে পারেন। তাছাড়া টয়লেট পেপার আপনার নানান প্রয়োজনে লাগবে ভ্রমণের সময়টাতে। তাই সঙ্গে অবশ্যই রাখুন টয়লেট পেপারꦍ।
মশা তাড়ানোর স্প্রে
যেখানে বেড়াতে যাচ্ছেন, সেখানে মশা বা অন্য কীটপতঙ্গের সমস্যা হত🐭ে পারে। শীতে মশার উপদ্রব আরও বেড়ে যায়। তাই মশা বা পোকা তাড়াতে স্প্রে সঙ্গে রাখুন।
ফোন ব্যাগ
বেড়াতে গিয়ে ফোনটা অসাবধানবশত পানিতে পড়ে যেতে পারে। এজন্য বিপদ থেকে মুক্তির পথ আগেই খুঁজে রাখুন। সঙ্গে রাখুন প🧸ানি আটকানোর মতো মোবাইল ফোনের প্যাকেট। এর বাইরে থেকেই ফোনটি ব্যবহার করা যাবে। 🔯আবার পানিতে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না।
ফ্লাস্ক
ক﷽োথাও বেড়াতে বের হলে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফ্ল🦩াস্ক। হোটেলের থেকে বের হলেই গরম পানির দরকার হতে পারে চা খাওয়ার জন্য। সবস্থানে আবার চা নাও পেতে পারেন, এজন্য সঙ্গেই রাখুন গরম পানি সংগ্রহের ফ্লাস্ক।
তাবু ও টর্চ লাইট
ভ্রমণে সাধারণভাবেই আপনাকে রাতে বাহিরে থাকতে হবে। কাজেই সঙ্গে রাখুন টর্চ লাইট, যাতে কর♔ে অন্ধকারে পথ চলতে সময় না হয়। পাহাড়ে বা পর্বত আরোহনে অবশ্যই সঙ্গে তাবু রাখুন।&nbsﷺp;
গরম জামা
শীতে কোথাও বেড়াতে গেলে সঙ্গে গরম জামা রাখা তো বাধ্যতামূলক। সোয়েটার, মাফলার, টুপি, দস💎্তানা গুছিয়ে নিন মাথা ঠান্ডা করে। যেখানে যাচ্ছেন সেখানে তাপমাত্রা কেমন থাকবে, সেটা আগে থেকেই জেনে নিন।
জুতো
আপনি যেখানে বেড়াতে যাচ্ছেন, সেখানে কি বরফ পড়বে? তা হলে সেই বুঝে জুতো নিন। পা গরম রাখবে ꦫএবং বরফে পিছলেও যাবে না, এমন জুতো নির্বাচন করুন।
হালকা ওজনের ব্যাগ
শীতে বেড়াতে গেলে গরম জামার কারণে এমনিতেই ব্যাগের ওজন বেড়ে যায়। তার ওপর যদি ব্যাগটিরই ওজন বেশি হয়, তাহলে তো মুশকিল। এজন্য ভ্রমণের ব্যাগ সবসময় হালকা ওজনের নিন। তবে দেখে নে﷽বেন, ব্যাগের ভিতর যেনো পানি না ঢ💮োকে।
সূত্র: আনন্দবাজার