চোট সারিয়ে এবার মাঠে নামছেন মেসি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০১:৪৯ পিএম
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

তিনি এখন চোটমুক্ত। প্রায় দু’মাস পর মাঠে ফিরতে চলেছেন বিশ্ব নন্দিত ফুটবল তারকা লিওনেল মেসি। কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকা ফাইনা෴লে গোড়ালিতে চোট পেꦏয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। তার মাঠে ফেরার কথা জানিয়েছেন ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্তিনো।

চোট সারিয়ে ম্যাচ ফিট মেসি। বৃহস্পতিবার থেকে স্বাভাবিক অনু🎀শীলন শুরু করেছেন ক্লাবের সতীর্থদের সঙ্গে। রোববার ভোরে মায়ামির খেলা রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে। এই ম্যাচে মেসিকে খেলানোর পরিকল্পনা করেছেন মার্তিনো। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিয়ামি কোচ বলেছেন, ‘মেসি একদম ঠিক আছে। ও আমাদের ম্যাচ পরিকল্পনায় আছে। মেসিকে কী ভাবে ব্যবহার করব, সেটা ম্যাচের আগে ঠিক করা হবে। তবে ও মাঠে নামার জন্য প্রস্তুত।’

গত ১৪ জুলাই কোপা আমেরিকা ফাইনালে চোট পেয়েছিলেন আট বারের ব্যালন ডি-অর জয়ী মেসি। মাঠ থেকে বেরিয়ে বেঞ্চে বসে তাকে কাঁদতেও দেখা গিয়েছিল। মাঠে থেকে দলকে চ্যাম্পিয়ন করতে না পারার হতাশায় ভেঙে পড়েছিলেন। তার পর থেকে মা🔯ঠের বাইরেই ছিলেন। ক্লাবের হয়ে খেলতে পারেনি আটটি ম্যাচ। আর্জেন্টিনাও ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের একাধিক ম্যাচে পায়নি অধিনায়ককে। তার মাঠে ফেরার খবর স্বস্তি দেবে ফুটবলপ্রেমীদের।