পাকিস্তানকে আটকানোই যাচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে সেই যে চিꦯরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে জয়রথ ছুটিয়ে চলেছে, তারপর নিউজিল্যান্ড, সর্বশেষ আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সেমি ফাইনালের পথ অনেকটাই নিশ্চিত কღরে ফেলেছে বাবর আজমের দল।
শুক্রবার আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট কꦉরতে নেম🐓ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তোলে আফগানিস্তান। জবাবে ১৯ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান করে জয় তুলে নেয় পাকিস্তান।
আফগানদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১২ রানে ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে (৮) হারায় পাকিস্♓তান। এরপর বাবর আজমের সঙ্গে যোগ দেন ফখর জামান। এই জুটিতে ৬৩♔ রান আসার পর আউট হয়ে যান ফখর জামান। মোহাম্মদ নবীর এলবিডাব্লুর শিকার হওয়ার আগে ২৫ বলে ৩০ রান করেন ফখর। চারে নামা মোহাম্মদ হাফিজও (১০) বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১২২ রানে বাবর আজমকে হারায় পাকিস্তান। রশিদ খানের বলে বোল্ড হওয়ার আগে ৪৭ বলে ৫১ রান করে পাক অধিনায়ক। এর কিছুক্ষণ পর ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন অভিজ্ঞ শোয়েব মালিক। তবে ৭ বলে অপরাজিত ২৫* রানের ঝড় তুলে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আসিফ আলী।