চলতি বছরের ১৭ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির মেঘা এ ইভেন্টে খেলার জন্য বাছাইপর্বꦇের ম্যাচ খেলতে হবꦺে বাংলাদেশ ও দুইবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কাকে। বৈশ্বিক এ আসরকে সামনে রেখে ইতিমধ্যে দল প্রকাশ করেছে অংশগ্রহনকারী ১৬টি দেশ।
তাহলে চলুন দেখে😼 নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত সব দেশের স্কোয়াড-
১) আফগানিস্তান স্কোয়াড
মোহাম্মদ নবি (অধিনায়ক), হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, উসমান গনি, হাশমতউল্লাহ শহীদি, নাজিবউল্লাহ জাদরান, আসগর আফগান, করিম 𝔍জান্নাত, রাশিদ খান, শরফউদ্দিন আশরাফ, গুলবেদিন নাইব, মুজিব উর রহমান, হামিদ হাসান, নাভিন উল হক, শাপুর জাদরান, মোহাম্মদ শেহজাদ, দওলত জাদরান ও কাইস আহমেদ।
স্ট্যান্ডবাই– ফরিদ মালিক, আফসার জাজাই।
২) অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যাস্টন অ্যাগার, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, মিচেল সোয়েপ💟সন।
স্ট্যান্ডবাই– ড্যান ক্রিশ্চিয়ান, ড্যানিয়েল স্যামস ও নাথানܫ এলিস।
৩) বাংলাদেশের স্কোয়াড
মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ😼ꦺ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
স্ট্যান্ডবাই- আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন।
৪) ইংল্যান্ডের স্কোয়াড
এউইন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মাল♐ান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার👍্ক উড।
স্ট্যান্ডবাই- টম কারেন, লিয়াম ডসন ও জেমস ভিন্স।
৫) ভারতের স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, রিশাব পান্ট, ইশান কিষান, সুরিয়াকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও জাসপ্রী😼ত বুমরাহ।
স্ট্যান্ডবাই-ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ শ্রেয়াস আইয়ার, শা🃏রদুল ঠাকুর ও দীপক চাহার।
৬) আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
অ্যান্ডি বালবার্ꦏনি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, শেন গেটকেট, গ্রাহাম কেনেডি, জস লিটল, অ্যান♓্ড্র ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।
৭) নামিবিয়া বিশ্বকাপ স্কোয়াড
মারয়ে এরাসমাস (অধিনায়ক), জেজে স্মিত (সহ-অধিনায়ক), ডেভিড ভিসা, জ্যান ফ্রাইলিংক, কার্ল বারকেনস্টক, বেন শিকঙ্গো, বার্নার্ড স্কোলটজ, নিকোল লফটি এটন, ক্রেইগ উইলিয়ামস, মাইকেল ফন লি🎐নজেন, স্টিফেন বার্ড, রাবেন ট্রাম্পেলমান, জেন গ্রিন, পিকি ইয়া ফ্রান্স, মিচাউ ডু প্রেজ, মাউরিশিয়াস গুপিটা।
৮) নেদারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
পিটার সিলার (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, ফিলিপে বইসেভেইন, বাস 🔯ডি লিডে, পল ভ্যান মিকরিন, বেন কুপার, ম্যাক্স ও’ডড, স্কট এডওয়ার্ডস, রায়ান টেন ডেসকাট, টিম ভ্যান ডার গাটেন, রিলফ ভ্যান ড্যার মিরউই, ব্রেন্ডন গ্লোভার, ফ্রেড ক্লাসেন, লগান ভ্যান বিক, স্টিফেন মাইবার্গ।
৯) নিউজিল্যান্ডের স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক)෴, টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি ও অ্যাডাম মিলনে (১৬ তম ব্যক্তি, স্কোয়াডে আছ✤েন ইনজুরি কাভার হিসাবে)।
স্ট্যান্ডবাই- গ্যারি স্টিড, শেন জার্গেনসন, লুক𒀰 রনকি।
১০) ওমানের স্কোয়াড
জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, যতিন্দর সিং, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, স্বন্দ্বীপ গোউদ, নেস্টার ধাম্বা, কলিমুল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফ🐼িয়ান মেহমুদ, ফাইয়াজ বাট ও খুররাম খান।
১১) পাকিস্তানের স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি, আজম খান (উইকেটরক্ষক),🦩 হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম𓆉্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মাকসুদ।
স্ট্যান্ডবাই- উসমান কাদির, শানাওয়াজ দহ꧅ানি, ফখর জা🍸মান
১২) পাপুয়া নিউ গিনির স্কোয়াড
আসাদ ভালা (অধিনায়ক), চার্লেস আমিনি, স♛িমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা, জ্যাক গার্ডনার, হিরি হিরি, জেস꧙ন কিলা, নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, চাঁদ সোপার, গাউদি টুকা, টনি উরা, কাবুয়া ভাগি মুরেয়া ও নরম্যান ভানুয়া।
১৩) স্কটল্যান্ডের স্কোয়াড
কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচি বেরিংটন, ডাইল্𒁏যান বেজ, ম্যাথু ক্রস, জস ডেভি, অ্যালাসডের ইভান্স, ক্রিস গ্রেভস, অলি হ্যারিস, মিচেল লেস্ক, কলাম ম্যাকলিয়ড, জর্জ মুন্সি, সাইফান শারিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইড় ওয়াল্যান্স, মার্ক ওয়াট, ব্র্যাড হোয়াইল।
১৪) দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, বিওর্ন ফরটান, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম, লুঙ্গি এনগিদি, অ্যানর🎶িখ নরকিয়া, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও র্যাসি ফন ডান ডুসেন।
স্ট𒈔্যান্ডবাই- জর্জ লিন্ড, উইলিয়া🎃ম লিজাড ও অ্যান্ডিলে ফেহশুকাইয়ো।
১৫) শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড
ধাসুন শান🌸াকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ অধিনায়ক), কুশল জেনিত পেরেরা, দীনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুনারত্নে, নুয়ান প্রদীপ, দুশমান্থ চামিরা, প্রবীন জয়াবিক্রমা, লাহিরু মাদুশাঙ্কা ও মাহিশ থিকশানা।
স্ট্যান্ডবাই- লাহ♓িরু কুমারা, বিনুরা ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়া ও পুলিনা থা💮রাঙ্গা।
১৬) ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমেয়ার, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, রবি রামপাল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশানে থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
ট্💖রাভেলিং রিজার্ভঃ ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, জেস꧅ন হোল্ডার ও আকিল হোসেন।