দেখে নিন বাংলাদেশের বিশ্বকাপ সময়সূচী

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৬:৪০ পিএম

অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার জন্য বাছাইপর্বের ম্যাচ খেলতে হবে বাংলাদেশ। এ লক্ষ্যকে সামনে রেখে ১৫ সদস্যর স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের মতো শ্রীলঙ্কাকেও খেলতে হবে বিশ্বকাপের ব🐻াছাইপর্বের ম্যাচ।&ജnbsp;

ক্রিকেটের সং🦩ক্ষিপ্ত সংস্করণে সর্বশেষ তিন সিরিজ খেলে তিনটিতেই সিরিজ জিতেছে মাহমুদউল্লাহর দল। জিম্বাবুয়েকে তাদেরই মাঠে তাদেরকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকেও হারিয়েছে টাইগাররা। অজিদের বিপক্ষে সিরিজ জিতেছে ৪-১ এ আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেছে ৩-২ এ। ধারাবাহিক এ♒মন জয়ে অবশ্য পয়েন্ট টেবিলেও উন্নতি ধরে রেখেছে লাল-সবুজের দল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র কিছুদিন। এরই মধ্যে অংশগ্রহণকারী ১৬ দেশের সবাই ঘোষণা করেছে তাদের নিজ নিজ দেশের স্কোয়াড। টাইগাররা বিশ্বকাপে খেলবে গ্রুপ 'বি' তে। আর প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে সুপার-১২’র টিকিট পাবে মাহমুদউল্লাহরা। 

তাহলে চলুন দেখে নেই বাংলাদেশের খেলা কবে কখন-

১) বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৭ 🃏অক্টোবর, প্রতিপক্ষ স্কটল্যান্ড, সময়- বাংলাদেশ সময়🌱 রাত ৮টা। 

২) বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর, 🌼প্রতি✱পক্ষ ওমান, সময়- বাংলাদেশ সময় রাত ৮টা। 

৩) বিশ্বকাপের তৃতীয় ম্যাচ ২১ অক্টোবর, প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি, সময়- বাংলাদেশ সময় বিকাল ৪♛টা।