জমে উঠেছে ওভাল টেস্ট 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৭:৩৯ পিএম

ওভালে জমে উঠেছে ইংল্যান্ড ও ভারতের চতুর্থ টেস্ট। টেস্টের পঞ্চম ও শেষ দিনে এসে দারুণভাবে ঘ✱ুরে দাঁড়িয়েছে ভারত। ♒স্বাগতিকদের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের দিকে এগুচ্ছে বিরাট কোহলির দল। 

চতুর্থ দিন শেষে কোন উইকেট না হারিয়েই ৭৭ রান তুলে ইংল্যান্ড। পঞ্চম দিনের প্রথম সেশনে ভারতের শক্তিশালী বোলিংয়ের ভালোই জবাব দিচ্ছিলো র♓রি বার্নস ও হাসিব হামিদ। দুইজনেই তুলে নেন ফিফওটি। লাঞ্চের আগে দুই উইকেটে ১৩১ তুলে ফেলে ইংল্যান্ড। ;

কিন্তুꦏ লাঞ্চের বিরতির পর ফিরেই টপাটপ উইকেট তুলে নিতে থাকে ভারত। দুই উইকেটে ১৩১ থেকে ৬ উইকেটে ১৪৭ হয়ে যায় ইংল্যান্ড। থ্রি লায়নসদের অধিনায়ক রুট ব্যাট করছেন ১৮* রানে। রুটের সঙ্গী হিসেবে আছেন ক্রিস ওকস। ভারতের হয়ে বুররা ও জাদেজা নিয়েছেন দুইটি করে উইকেট। 

এই প্রতিবেদন লেখা পর্যন☂্ত ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে ইং𒐪লিশরা।