কোথায় যাচ্ছেন রোনালদো?  

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৪:৫১ পিএম

পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৩৬ বছর বয়সেও বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। বর্তমান ট্রান্সফার উইন্ডোতেই দলের সেরা এ খেলোয়াড়কে বিক্রি করে দিতে চায় তুরিনের ওল্ড লেডিরা। সম্ভাব্য ক্লাব হিসেবে এবার শোনা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির নাম। রোনালদোর ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন জুভেন্টাসের সাবেক প্রেসিডেন্ট জিওভান্নি কোবোলি গিগলি। 

যদি ক্লাব ছাড়তেই হয়। তাহলে কোন দলের জার্সি গায়ে মাঠ মাতাবেন রোলানদো, তা এখন দেখার পালা﷽। 

দল বদলের বাজারে সবচেয়ে বড় দুই নাম হ𒁏চ্ছে ম্যান সিটি ও পিএসজﷺি। পিএসজি ইতিমধ্যে বার্সোলোনার সর্বকালের সেরা তারকাকে দলে ভিড়িয়েছে ফ্রি ট্রান্সফারে। আবার ম্যান সিটির নাম শোনা যাচ্ছে রোনালদোর সম্ভাব্য ক্লাব হিসেবে। রোনালদোকে কেনার দৌড়ে থাকলেও তারা বেশি মনোনিবেশ করছে ইংল্যান্ড তারকা হ্যারি কেইনের দিকে। 

তবে রোনালদো যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে অথবা মধ্যপ্রাচ্💫যের কোন লিগে খেলতে পারে। 

এদিকে কোচ আলেগ্রি এখনও নিশ্চিত যে রোনালদো ক্লাব ছাড়বেন না। তিনি গত সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন, “রোনালদো আমাদের জন্য বোনাসের মতো, কারণ তিনি অসংখ্য গোলের নিশ্চয়তা দেন। তার কাছ থেকে সেরাটা পেতে চাইলে আমাদেরও একটিﷺ দল হিসেবে কাজ করতে হবে।” 

এদিকে রোনালদোকে বিক্রি করার ব্যাপারে জুভেন্টাসের সাবেক প্রেসিডেন্ট জিওভান্নি কোবোল🎃ি গিগলি বলেন, “ক্রিস্টিয়ানো রোন💞ালদো সিরি আ শিরোপা জেতার জন্য ক্লাবের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছেন এবং ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই তাকে বিক্রি করতে চাই।” 

🙈গিগলি আরও বলেন, “তিনি একজন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু আমাকে সৎ থাকতে হবে। যত তাড়াতাড়ি ত🏅িনি চলে যাবে, তা তার এবং জুভেন্টাসের জন্য ততই ভালো।”

আরও সংবাদ