ইংল্যান্ডে❀র বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ভারতীয় মেয়েরা। চেস্টার লি স্ট্রিটে হওয়া এই ম্যাচে ভেজা মাঠে খেলতে ‘বাধ্য’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউর।
কমনওয়েলথ গেমসে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হারার এক মাস না পেরতোতেই ইংল্যান্ড সফরে গিয়েছে ভারতের মেয়েরা। প্রথম টি-টোয়েন্টিতেই দেখেছে বড় পরাজয়। এই ম্যাচে ভেজা মাঠে একরকম জোর করে খেলানোꦍ হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় অধিনায়ক।
ম্যাচ শেষে হারমানের দাবি, “আমরা যে রকম আশা করেছিলাম, ত𝕴া করতে পারি নাই। আমার মনে হয়েছে, আমাদেরকে জোর করে খেলতে নামানো হয়েছে। পরিস্থিতি খেলার জন্য শতভাগ ছিল না।”
নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রান ভারতের জয়ের জন্য মোটেও পর্যাপ্ত ছিল না। কন্ডিশনের কারণে ভারত এই ౠরান তুলতে ব্যর্থ দাবি করা অধিনায়ক দলের ক্রিকেটারদের সাফাই গেয়েছেন।
বলেন, “এই পরিবেশে মেয়েদের পারফর্মেন্সে আমি খুশি। তারা ইনজুরি🐟 শঙ্কার মধ্যেও যেভাবে চেষ্টা করেছে তা দারুণ ব্যাপার।”
ইংল্যান্ডের 🦂বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েছেন গুরুত🌺্বপূর্ণ সদস্য রাধা যাদব। কাঁধের ইনজুরিতে পড়া এই বাঁহাতি স্পিনার ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তাকে ছাড়াই সিরিজের বাকি ম্যাচে মাঠে নামবে ভারত।