ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। গত মে মাসে নিলামে বিশ্বের সবচেয়ে বেশি দামি জার্সির তকমা নিয়ে বিক্রি হয়েছিল তার হ্যান্ড অব গড জার্সিটি। এবার ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালের 💧যে জার্সি পড়ে ম্যারাডোনা খেলেছিলেন, সেই জার্সিটি নিলামে তুলতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়ানস অ্যাকশনস।
চলতি বছরের মে মাসে ১৯৮৬ বিশ্বকাপের সেমি-ফাইনালে করা হ্যান্ড অব গড জার্সিটি নিলামে তোলে যুক্তরাজ্যের একটি নিলামকারী প্রতিষ্ঠান। এরই ধারাবাহি꧑কতায় এবার উঠছে ম্যারাডোনার বিশ্বকাপ ফাইনাল জয়ের জার্সি।
জুলিয়ানস অ্যাকশনস জানিয়েছে, প্রয়াত সাংবাদিক হোসে মারিয়া মুনিয়েজের কাছ থেকে এই জার্সিটা পেয়েছে♈ন তারা। জার্সিটি ম্যারাডোনা তাকে স্বাক্ষর করতে দিয়েছে বলেও জানায় তার🎐া।
জার্সিটিতে কালো মার্কার দিয়ে ম্যারাডোনা লিখেছেন, “হোসে মারিয়ার জন্য এটা। আমার🍨 ভালোবাসা নিও।”
বিশ্বকাপ ফাইনাল জয়ের জার্সি হলেও এটি নিয়ে সাধারণের মধ্যে নেই উৎসাহ। কারণ কিছুদিন আগেই ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অব গড জার্সিটি নিলামে ৯.২৮ মিলিয়ন ডলারে বিಌক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অনুষ্ঠি🀅তব্য এই নিলামে শুধু ম্যারাডোনার জার্সি নয় উঠবে আরও অনেকের জার্সি। থাকবে রিয়াল মাদ্রিদে থাকাকা🌄লীন রোনালদোর একটি জার্সিও।