আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা🍒র চিকিৎসা অবহেল𒆙ার অভিযোগ তোলা হয়েছে ৮ চিকিৎসাকর্মীর বিরুদ্ধে। অপারেশন পরবর্তী যত্ন নেওয়ায় অবহেলার অভিযোগের আঙুল উঠেছে তাদের দিকে। অভিযোগের ফলে ৮ জন চিকিৎসাকর্মী বিচারের মুখোমুখি হবেন।
বুধবার (২২ জুন) একজন বিচারক ২০২০ সালের নভেম্বরে মৃত্যুবরণ করা ম্যারাডোনার ৮ চিকিৎসকের ‘চিকিৎসায় ঘাটতি ও অনিয়মের’ অভিযোগে অভিযুক্ত করেছেন। তবে বিচারের কোনো তারিখ🔥 নির্ধারণ করা হয়নি।
রক্ত জমাট বাঁধার কারণে মস্তিষ্কের অস্ত্রোপচার ℱকরতে হয় ম্যারাডোনার। তিনি সুস্থ হওয়ার পথে ছিলেন। তবে কয়েক দশক ধরে কোকেন এবং অ্যালকোহল আসক্তির সাথে লড়াই করে ম্যারাডোনা ৬০ বছর 🔜বয়সে মারা যান।
অস্ত্রোপচারের দুই সপ্তাহ পরে আর্জেন্টাইন কিংবদন্তিকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি বুয়েনস আইরেসের পাশে একটি ভাড়া বাড়িতে ছিলেন। হাসপাতাল থেকে ছাড়ার পর তাকে ওখানে নেওয়া হয়েছিল। হৃদরোগে🌸 আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
চিকিৎসকের প্রতি অভি🧔যোগ, 🍸তারা যথাযথ ব্যবস্থা না নিয়ে ম্যারাডোনার ভবিষ্যত ভাগ্যের ওপর ছেড়ে দেন। যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হলে এই কিংবদন্তির হয়তো বেঁচে থাকার সুযোগ থাকত।