ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলা হচ্ছে না তাসকিনের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২২, ০২:০৭ পিএম
ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের ম🌳াটিতে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলতে পারবেন না চোটে পড়া বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ। ২৭ বছর বয়সী ডানহাতি এই বোলার গত দক্ষিণ আফ্র⭕িকা সিরিজের প্রথম টেস্টে কাঁধের চোটে পড়েছিলেন। যার কারণে সেই সময় পোর্ট এলিজাবেথ টেস্টে খেলা হয়নি তার। আর ইংল্যান্ডে চিকিৎসার জন্য চলমান শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকেও দেশসেরা এই পেসারকে বাদ দেয়া হয়।

সোমবার (১৬ মে) বাংলাদেস ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেনꦡ।

বিসিবির এই চিকিৎসক মনে করেন, তাসকিনকে ইনজুরি থেকে সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহের পুনর্বাসন করতে হবে, যা ꧋আগামী ২০ বা ২২ মে থেকে শুরু হবে।

ক্রিকবাজ তিনি জানান, ‍‍`‍‍`আমরা আগামী চার সপ্তাহের জন্য রক্ষণশীল ব্যবস্থাপনার জন্য যাব এবং দেখব কী হয়।‍‍`༒‍‍` তিনি পুরো সিরিজ মিস করবেন কিনা আমরা নিশ্চিত হতে পারছি না। আমরা সিরিজের এক মাস আগে বলতে পারব না তাকে বাদ দেওয়া হবে কিনা। দলটি জুনের প্রথম সপ্তাহে চলে যাবে তাই এটা হতে পারে যে আমরা সংক্ষিপ্ত সংস্করণের জন্য তার অন্তর্ভুক্তির কথা ভ𝔍াবব।"

ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ দল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এজন্য আগামী ৬ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা বাংলা🐟দেশ দলের।

খসড়🌳া সফর অনুসারে, অ্যান্টিগায় উদ্বোধনী টেস্ট ম্যাচ শুরু হবে ১৬ জুন এবং দ🐼্বিতীয় টেস্টটি সেন্ট লুসিয়ায় শুরু হবে ২৪ জুন।

সম্প্রতি ꦯলন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তাসকিন। "আমি মনে করি কবে পাওয়া যাবে তা বলা খুব তাড়াতাড়ি কারণ সবকিছুই আমার উন্নতির উপর নির্ভর করবে তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব আবার খেলতে আগ্রহী," তিনি বলেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সাদা বলের অংশটি শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। প্রথম দুটি টি-টোয়🌊েন্টি যথাক্রমে ২ এবং ৩ জুলাই ডোমিনিকাতে এবং তৃতীয়টি ৭ জুলাই গায়ানায় খেলা হবে। এই মাঠেই ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১৩ এবং ১৬ জুলাই।