তাসকিনের জন্য স্বস্তির খবর

ফারজানা ববি প্রকাশিত: মে ১২, ২০২২, ০৩:৩০ পিএম
ফাইল ছবি

দীর্ঘ ফর্মহীনতা কাটিয়ে পেসার তাসকিন আহমেদ আবার ফিরেছিলেন সগৌরবে। দক্ষিণ আফ্রিকা সফরে কাটিয়েছেন ক্যারিয়ারের দুর্দান্ত সময়। কিন্তু ღচোটের কারণে আবার মাঠে অনিয়মিত হয়ে পড়েন তিনি। তবে চোটের খারাপ সময়ের🍸 ভেতরেও ভালো খবর পেলেন বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য।

বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ করার আগেই তাকে ফিরতে হয় দেশে। কাঁধের ইনজুরি তাকে বেশ ভোগাচ্ছে। দুইদিন পরে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। চোটের কারণে খেলতে পারবেন না এই൩ সিরিজও।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল তাসকিনের অস্ত্রোপচার করতে হবে। এই উদ্দেশ্যে দেশের বাহিরে ইংল্যান্ডেও পাড়💫ি দিয়েছেন এই ২৭ বছর বয়েসী তারকা। তবে আশার কথা হচ্ছে, ဣছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে না এই ফাস্ট বোলারকে।

বিসিবির চিকিৎসক ♓দেবাশীষ চৌধুরী বলেন, "আপাতত তাসকিনের অপারেশন করতে হবে না৷ তবে তার সেরে ওঠা জরুরি। এই রিহ্যাব প্রক্রিয়া কবে, কোথায় হবে ডাক্তারদের সাথে কথা বলে ঠিক করব। ভবিষ্যতে যদি অপারেশন লাগে, তখন পর💛িস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।"