রেকর্ড গড়ে ৮ হাজারি ক্লাবে স্মিথ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৬:০৫ পিএম
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়া দলে মূলত লেগ স্পিনার হিসেবে ডাক পেয়েছিলেন স্টিভেন স্মিথ। সেখান থেকে টেস্ট ক্রিকেটে দ্রুততম ৮ হাজার রান💖 করে আগের সব রেকর্ড ভ🐻েঙ্গে দিয়েছেন অজিদের সাবেক এই অধিনায়ক। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকের  পর সেই পাকিস্তানের বিপক্ষে লাহোর টেস্টের দ্বিতীয় ইনিংসে এই রেকর্ড নিজের করে নিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।  

সিরিজ নির্ধারনী তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেই রেকর্ডটি ভেঙ্গে দেয়ার সুযোগ পেয়েছিলেন স্টিভেন স্মিথ। ১৫০তম ইনিংসে ৭৯৩৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন। টেস্টে দ্রুততম ৮ হাজার রানের মাইলফলক গড়তে দরকার ছিল ৬৬ রান। কিন্তু বেরসিক পাকিস্তানি পেসার নাসিম শাহ মাত্র ৭ রান দূর🉐ে থাকতে স্মিথকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। ৫৯ রানে আউট হন স্মিথ। অপেক্ষা ছিল দ্বিতীয় ইনিংসের। আজ চতুর্থ দি𓄧নে দ্বিতীয় সেশনে কুমার সাঙ্গাকারাকে টপকে রেকর্ডটি গড়লেন অস্ট্রেলিয়ান তারকা।

২০১০ সালে ভারতের বিপক্ষে কলম্বো টেস্টে ক্যারিয়ারের ১৫২ত⛄ম ইনিংসে রেকর্ডটি গড়েন সাঙ্গাকারা। ২০০২ সালে কিংস্টনে শচীন টেন্ডুলকারের গড়া ১৫৪ ইনিংসে দ্রুতဣতম ৮ হাজার রানের রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়েন সাঙ্গাকারা। এক যুগ পর লাহোর টেস্টে তা নতুন করে লেখালেন স্মিথ। হাসান আলীকে দারুণ ড্রাইভে চার মেরে ক্যারিয়ারের ১৫১তম ইনিংসে ৮ হাজার রানের মাইলফলক টপকে গেছেন স্মিথ। যদিও এরপর বেশীক্ষণ থিতু হতে পারেননি উইকেটে। ব্যক্তিগত ১৭ রান করে নাসিম শাহের বলে উইকেটের পিছনে রেজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।  

ম্যাচ খেলার হিসেবেও বাকিদে🅘র চেয়ে এগিয়ে স্মিথ। ক্যারিয়ারের ৮৫তম টেস্টে রেকর্ডটি গড়লেন। সাঙ্গাকারার লেগেছে ৯১ ম্যাচ, টেন্ডুলকারের ৯৬ ম্যাচ। ভারতীয় কিংবদন্তি যার রেকর্ড ভেঙেছিলেন, সেই স্যার গারফিল্ড সোবার্স দ্রুততম ৮ হাজার রানের কীর্তি গড়েন ৯১তম টেস্টে। ১৯৭৪ সালে কিংস্টনে ইং🌳ল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ১৫৭তম ইনিংসে রেকর্ডটি গড়েন সোবার্স।

সময়ের হিসেবে অবশ্য সাঙ্গাকারার চেয়ে পিছিয়ে থাকবেন স্মিথ। ২০০০ সালে অভিষেকের পর ১০ বছর ১৪ দিনে দ্রুততম ৮ হাজার রানের রেকর্ড গড়েন লঙ্কান কিংবদন্তি। স্মিথেরꦰ লাগল ১১ বছর ৮ মাস ১১ দিন। 

অভিষেকের ৯ বছর ১৭৩ দিনে এসে ৮ হাজার রানের দেখা পে🎶য়েছেন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ইনিংসের হিসেবে দ্রাবিড়ের অবশ্য ১৫৮ ইনিংস লেগেছিল। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ৮ বছ﷽র ৩২ দিনে ৮ হাজার রানের দেখা পেলেও তার লেগেছে ১৭৮ ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২২৭ রানে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এরপর ৩৫১ রানের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ🐭 বিনা উইকেটে ৫৯ রান। জয়ের জন্য এখনও তাদের ২৯২ রান করতে হবে। হাতে আছে ১০ উইকেট। আসাদুল্লাহ শফিক ২৩ রানে𒊎 এবং ইমাম-উল-হক ৩২ রানে ব্যাট করছেন।