টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০১:৩৭ পিএম

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগা♛র অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ꦚ;

এ নিয়ে সিরিজের তিন ম্যাচেই টস জিতেছেন মাহমুদউল্ল🌜াহ। যদিও প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় রয়েছে তার দল। সিরিজ হারলেও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে আজকের ম্যাচে জয়ের বি𓂃কল্প নেই। 

একাদশে নেই শরিফুল ইস꧃লাম, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান। তাদে বদলে এলে এসেছেন 🎶শামীম হোসেন, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ।

এদিকে পাকিস্তান একাদে🐟শও এসেছে ৪ পরিবর্তন। দলে নেই ফখর জামান, শোয়েব মালিক, শাহীন আফ্রিদি ও শাদাব খান। তাদের বদলে আজ খেলবেন সরফরাজ আহমেদ, ইফতেকার আহমেদ, উসমান কাদির, শাহনেওয়া♏জ দাহানি।

বাংলাদেশ একাদশ : মোহা❀ম্মদ নাইম, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম, মেহেদী হাসান, শহিদুꦓল ইসলাম, নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ : বা﷽বর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান,  হায়দার আ🎃লী, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, সরফরাজ আহমেদ, ইফতেকার আহমেদ, উসমান কাদির, শাহনেওয়াজ দাহানি।