একের পর এক রেকর্ড হাতছাড়া হচ্ছে ভারতের অধিনায়ক বিরাট ক♓োহলির। এবার কোহলিকে ছাড়িয়ে দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি🍬-টোয়েন্টিতে নেমে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক হলেন কিউই ওপেনার গাপটিল।
কোহলিকে টপকে যেতে গাপটিলের প্রয়োজন ছিল ১১ রান। রাঁচিতে ভারতের বিপকꩵ্ষে নেমে ম্যাচের প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমারের বলে তিনটি বাউন্ডারি মেরে লক্ষ্যে পৌঁছে যান তিনি। এই ম্যাচে ৩১ রানে আউট হয়েছেন এই ব্ল্যাক ক্যাপস ওপেনার।
জয়পুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর আন্তর্জাতিক টি𝓡-২০ ক্রিকেটে ১১০ ম্যাচের ১০৬টি ইনিংসে গাপটিলের সংগ্রহে ছিল ৩২১৭ রান। ৯৫টি ম্যাচের ৮৭টি ইনিংসে ৩২২৭ রান করে এক নম্বরে ছিলেন কোহলি।
৩১ রান করে আউট হওয়ার ফলে ১১১ ম্যা🔯চের ১০﷽৭টি ইনিংসে গাপটিলের মোট সংগ্রহ হল ৩২৪৮ রান।