অনূর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপপর্বের এক ম্যাচে দূর্বল দল জাপানের বিরুদ্ধে ২১১ রানের বড় জয় পেয়েছে ভারত। সোমবার শারজায় প্রথম ব্যাট করে ভ🍸ারত করে ৬ উইকেটে ৩৩৯ রান। জবা🌸বে জাপানের দলের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১২৮ রানে। জাপানকে হারিয়ে প্রতিযোগিতার শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখল ভারত।
অবশ্য জাপানকে অলআউট করতে পারেনি ভারত। যেখানে সংযুক্ত আরব আমিরাত দলের বিপক্ষে ২৪𝓡.১ ওভারে মাত্র ৫২ রানে অলআউট হয় জাপান। পাক🍸িস্তানের পর জাপানের ক্রিকেটাররাও দেখিয়ে দিলেন ভারতের যুব দলের বোলিং দুর্বলতা।
যাইহোক, প্রতিযোগিতায় প্রথম জয় পেতে সমস্যা হয়নি ভারতের। তবে জাপানের বিরুদ্ধে ভালো রান পেলেন না ১৩ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী। আইপিএল নিলামে ১ 𝕴কোটি রুপি দিয়ে রাজস্থান রয়্যালস এই কিশোরকে কিনলেও যুব এশিয়া কাপে নিজের প্রতি সুবিচার করতে পারছে না সে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে করেন মাত্র ১ রান। আসরের সবচেয়ে দূর্বল দল জাপানের বিরুদ্ধে তার অবদান ২৩ বলে ২৩ রান।
বুধবার ভারতের পরবর্তী প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের কাছে ৪৩ রানে হেরে যায় ভারত। সেমিফাইনালে জায়গাꦆ পেতে হলে আমিরাতের বিপক্ষে জিততেই হবে ভারতকে।