বয়স মাত্র ১৩ বছর। এরই মধ্যে নিজেকে মেলে ধরতে পেরেছেন তিনি। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অনেক তারকারাই যেখানে দল পাননিꦑ, সেখানে ঐ কিশোর তারকꦓা দল পেয়েছেন।
কম বয়সী𝓀 ক্রিকে🐠টার হিসেবে আইপিএলে দল পেয়ে রেকর্ড গড়লেন ভারতের বৈভব সূর্যবংশী। ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
সৌদি আরবের জেদ্দায় সোমবার বসে দ্বিতীয় দিনের মেগা নিলাম। রোববার তোলা হয়েছিল ৮৪ ෴জন ক্রিকেটারকে। সেখানেই রাজস্থান বৈভবকে দলে নিলে💯ন।
দ্বিতীয় দিনে প্রথম ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল কেন উইলিয়ামসনকে। এই কিউ𒁏ই ব্যাটার দল পাননি। রোভম্যান পাওয়েলকে ১ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ফাফ ডু প্লেসিকে ২ কোটিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ’কে দলে নেয়নি কেউই।
শার্দুল ঠাকুর দল পাননি। ৩ কোটি ২০ লাখে ওয়া🤡শিংটন সুন্দরকে পেয়েছে গুজরাট। ২ কোটি ৪০ লাখে স্যাম কারেনকে কিনেছে চেন্নাই সুপার কিংস। ৭ কোটিতে পাঞ্জাবে মার্কো 🦂জানসেন। দল পাননি ড্যারিল মিচেল।
অবিক্রিত থেকেছেন মুজিব উর রহমান। তবে তারই স্বদেশি তরুণ স🃏্পিনার আল্লাহ গাজানফারকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে দলে ভিড়ি൩য়েছে মুম্বাই। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এই রহস্য স্পিনার।