বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরু𒀰দ্ধে ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। শুক্রবার অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জিতেছে তারা। সেই ম্যাচেই বিশ্বরেকর্ড ছুঁলেন অধিনায়ক মুহম্মদ রিজওয়ান। তবে আরও একটি ক্যাচ ধরার সুযোগ পেয়েছিলেন তিনি। সেটা না ফেললে বিশ্বরেকর্ডটি তার একারই হত।
একটি ওয়ানডে ম্যাচে উইকেটকিপার হিসাবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির গড়েছেন রিজওয়ান। শুক্🌟রবার ৬টি ক্যাচ ধরেছেন তিনি। আর একটি ক্যাচ ধরলে একাই বিশ্বরেকর্ড করে ফেলতে পারতেন। কিন্তু অ্যাডাম জাম্পার সহজ ক্☂যাচ ধরতে পারেননি। এ দিন স্টিভ স্মিথ, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যারন হার্ডি, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের ক্যাচ নেন রিজওয়ান।
এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচেরಌ রেকর্ড পাকিস্তানের দুই ক্রিকেটারের রয়েছে। ২০১৫ সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সরফরাজ আহমেদ এবং ১৯৯৫ সালে হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে এই নজির রয়েছে মইন খানের।
বিশ্ব ক্রিকেটে চার বার এক ইনিংসে ৬টি ক্যাচ ধরেছেন অ্যাডাম গিলক্রিস্ট। এ ছাড়া ইংল্যান্ডের অ্যালেক 🌃স্টুয়ার্ট, ম্যাট প্রায়র এবং জস বাটলার, দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার এবং কুইন্টন ডি’কক এবং স্কটল্যান্ডের ম্যাথু ক্রসের এই নজির রয়েছে।
এ দিন পাকিস্তানকে জিতিয়েছেন বোলারেরা। হ্যারিস রউফ ২৯ রানে ৫ উইকেট নেন। শাহিন আফ্রিদি ২৬ রানে ৩ উইকেট নেন। রান তাড়া করার সময়ে সাইম আয়ুব (অপরাজিত ৮২) এবং আবদুল্লাহ শফ♍িকের (৬৪) ইনিংস জিতিয়ে দেয় পাকিস্তানকে।