দলের চাওয়া পূরণ করতে পেরে আমি সন্তুষ্ট: তাইজুল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০১:২৪ পিএম
তাইজুলের উইকেট লাভ উদযাপন। পাশে অধিনায়ক মিরাজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্ট দলের স্পিনার হিসেবে খ্যাতি অনেক আগে থেকেই তাইজুল ইসলামের। তিনি আরও একবার দেখালেন তার যোগ্যতা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডি🌺জের সামনে ইতিহাস গড়া রেকর্ড ছুঁড়ে দিয়েও কিংস্টনের স্যাবাইনা পার্কে একটা সময় পর্যন্ত অস্বস্তিতে ভুগতে হয়েছিল বাংলাদেশ দলকে। সেখান থেকে চাপমুক্তির কাজটা করে গিয়েছেন তাইজুল।

আরও একটা ফাইফার এই স্পিনারের নামের পাশে। সেইসঙ্গে আরও♔ একবার বাংলাদেশের টেস্ট জয়ের নায়ক হলেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে ১৫ বারের মতো ৫ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। ম্যাচ শেষে হাজির হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্যামেরার সামনে। ভিডিও বাꦑর্তায় ম্যাচসেরা তাইজুলের কণ্ঠে শোনা গেল আত্মতৃপ্তির ছাপ, ‘আমার বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। দলের যে চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ! আমি পূরণ করতে পেরেছি। চতুর্থ ইনিংসে যখন বোলিং করতে এসেছি, আমার ওপরে দলের একটা বড় চাওয়া ছিল। আলহামদুলিল্লাহ তা করতে সফল হয়েছি। ভালো লাগছে।’

অবশ্য তাইজুলের মুখ থেকে প্রশংসা এসেছে সব বোলারদের, ‘এই জয়টা এসেছে অপরিচিত কন্ডিশনে। সবাই চেষ্টা করেছে, ছেলেরা জয় পেতে নিজেদের উজাড় করে দিয়েছিল। বর্তমানে আমাদের যে পেস ও স্পিন আক্রমণ আছে , আমরা খুব ভালো খেলছি। সবাই ভালো ছন্দে আছে। আ🐲মরা যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে পারি।’

শুধু বোলিংই নয়, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও দলের ত্রাতা হয়ে ছিলেন তাইজুল। জাকের আলীর সঙ্গে ছিল তার ম্যাচ জেতানো এক জুটি। ক্রিজে দীর্ঘ সময় থেকে ৯১ রান করা জাকেরকে সঙ্গে দিয়েছ༒েন তাইজুল দারুণভাবে। দুই ইনিংস মিলে করেছেন মূল্যবান ৩০ রান (১৬+১৪)।