পুরনো অ্যান্ড্রয়েড ফোনে সেবা দেবে না গুগল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৭:০০ পিএম

জিঞ্জারব্রেড ২.৩.৭ ভার্সন কিংবা এরচেয়𒅌ে পুরনো সংস্করণের অ্যান্ড্রয়েড ফোনের সেবা বন্ধ করে দিচ্ছে গুগল। অর্থাৎ এসব ফোনে আগামীতে গুগল অ্যাকাউন্ট ব্যবহার💙 করা যাবে না। 

গুগল অ্যাকাউন্ট থেকে এসব ফোনে লগ ইন করতে গেলে 🐷দেখা যাবে ‘এরর’ ম্যাসেজ। ২৭ সেপ্টেম্বরের পর থেকে এই সিদ্ধান্ত 🎶কার্যকর করা হবে বলে জানিয়েছে টেক জায়ান্ট গুগল।

প্রথম দিককার অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় ২.৩.৭ সংস্করণটি। এই অপারেটিং সিস্টেমচালিত অনেক স্মার্টফোন আর ট্যাবও বাজারে আসে সেসময়। তবে প্রায় ১০ বছর বাজারে থাকার পর এই অ্যা𓆏ন্ড্রয়েড সংস্করণটিসহ এর আগের সংস্করণগুল♋ো বাতিল করতে যাচ্ছে গুগল।

ফলে ফোন চালু হলেও ইমেইল, গেম খেলা, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে অসুবিধায় পড়বেন ব্যবহারকারীরা। তবে যেসব ফোনে অ্যান্ড্র🦩য়েড ৩ সংস্করণ ব্যবহার করা যাবে সেপ্টেম্বরের ২৭ তারিখের মধ্যে সেগুলো আপডেট করলে এই ঝামেলা ไথেকে রেহাই পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে গুগল।

বাজারে অ্যান্ড্রয়েড ১১ সংস্করণ চলে আসাতেই মূলত পু꧃রনো ফোনগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে গুগল।