গুগলের ডুডলে মায়ের হাত ধরে বড় হচ্ছে শিশু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২২, ০৫:০৪ পিএম

বিশেষ দিনগুলোকে স্মরণ করতে প্রতিবারই ইন্টারনেট সার্চ🍨 ইঞ্জিন গুগল তৈরি করে থাকে রঙবেরঙের ডুডল। এবার মা দিবসেও তার ব্যত🌊িক্রম হয়নি।

রবিবার মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। এতে দেখা যায় শিশু সন্তানের একটি হাত ধরে তার মা তাকে অনেক কিছু শেখাচ্ছেন। মায়ের আঙুল ধরে হাঁটা থেকে শুরু করে পড়াশোনার হাতেখড়ি, হাত ধোয়ার মত স্বাস্থ্যবিধি আর বৃক্ষরোপন শিখছে সন্তানেরা। 

এর আগে আন্তর্জাতিক নারী দিবসেও গুগলের বিশেষ ডুডোল নজর কাড়ে সবার। এ বছর🎶 নারী দিবসের প্রধান প্রতিপাদ্য ছিল পরিবেশ আন্দোলন ও রক্ষায় ন💯ারীর অবদান। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দিক তুলে ধরা হয় ডুডলে।

১৯০৮ সালের ৮ মে প্রথমবার মা দিবস পালনের সূচনা হয়। আনা জার্ভিস নামে এক মার্কিন নারী তার প্রয𒈔়াত মায়ের সম্মানে গির্জায় প্রার্থনার আয়োজন করেন। 

ধারণা করা হয় সেই থেকেই মা দিবস পা🃏লন শুরু। যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়েছে এই দ꧂িনটিকে।