প্রথমবার সূর্যের বলয়ে নাসার মহাকাশযান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৭:৫২ পিএম

সূর্যের বলয়ে প্রবেশ করল নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। মঙ্গলবার মার্কিন সংস্থা আমেরিকান জিওফিজিক্যাল🌼 ইউনিয়নের বিজ্ঞানীরা আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানান।

বার্তা সংস্থা এপি জানায়, ২০১৮ সালে পৃথিবী থেকে সূর্যের উদ্দেশ্যে রওনা করে সৌরযানটি। মঙ্গলবার এটি &l🅠squo;করোনা’ নামে পরিচিত সূর্যের অনাবিষ্কৃত সৌর বায়ুমণ্ডল স্পর্শ করে।

মঙ্গলবার নাসার বিজ্ঞানীরা জানান, সূর্যের এত কাছে এর আগে পৌঁছাতে পারেনি আর কোনো নভোযান। সূর্যের বলয়ের মধ্যে ঢুকে তথ্য সংগ্রহ করতে💮 সক্ষম হয়েছে পার্কার।

প্রবল উত্তপ্ত সূর্যের করোনা বলয়ের তাপমাত্রা প্রায় ২০ লক্ষ কেলভিন বা ১৯ ল🦩াখ ৯৯ হাজার ৭২৬ দশমিক আট পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এই প্রতিকূল আবহাওয়ার মাঝেই সেকেন্ডে একশ কিলোমিটার বেগে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে পার্কার।

এপ্রিল মাসে পার্❀কার প্রথমবার এই বলয়ের কাছে পৌঁছায়। এরই মধ্যে পার্কারের পাঠানো তথ্য সংগ্রহ করতে শুরু করেছ😼েন বিজ্ঞানীরা।

এরই মধ্যে অন্তত তিনবার সূর্যের বলয়ের মধ্যে প্রবেশ করেছে পার্কার। এই অভিযানে মোট দশবার এট𝔍ি সূর্যেไর বলয়ে প্রবেশ করবে। ২০২৫ সাল পর্যন্ত চলবে এই অভিযান।