‘আমার ভাইয়ের রক্তে 𒁃রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা, স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম 𓃲পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শ&zwnj♋;নিবার অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে ভ&zw🦄nj;র্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানাꦿ গেছে, নিউমোনিয়াজনিত কারণে আবদুল গাফফার চৌধুরীকে লন্ডনের নর্থ পার্ক হাসপাতালে ভ🐟র্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম জানান, আবদুল গাফꦐফার চৌধুরী অসুস্থ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
৮৬ বছর বয়সী আবদ𓃲ুল গাফফার চৌধুরী বার্ধক্য জনিত নানা সমস্যায় ভুগলেও নিয়মিত লেখালেখি চা&z🍒wnj;লিয়ে যাচ্ছেন।
যুক্তরাজ্যে বসবাস করা আবꦆদুল গাফফার চৌধুরী স্বাধীনতা পদক, একুশে পদকেও ভূষিত হয়েছেন।