সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৮:৪৮ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শান্ত নামের এক বাং✤লাদেশির নিহত হয়েছেন। তিনি জামাღলপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মধ্য জাঙ্গালিয়া এলাকার সুরুজ মণ্ডলের ছেলে। ৪ ভাই বোনের মধ্যে সবার ছোট শান্ত।

বৃহস্পতিবার (১২ ⛦মে) বাংলাদেশ সময় রাত ৩টায় রিয়াদ শহরে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবဣারিকভাবে জানা গেছে।

শান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই খোরশে♏দ আলম জানান, ব্যবসায়িক কাজে শান্ত তার ব্যবহৃত স্কুটার চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গ🎀ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান শান্ত। পরে স্থানীয় পুলিশ তার লাশ উদ্ধার করে রিয়াদের সোমছি কিং সউদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।

শা🦄ন্তর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছেಌ।