সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর পুরস্কার পেলেন শেলি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২১, ০২:৪৬ পিএম

আন্তর্জাত🐭িক অভিবাসী দিবসে ঢাকা ডেমরার বাসীন্দা ইতালী প্রবাসী মেহেনাস তাব্বাসুম শেলিকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী অভিবাসী ꦏকর্মীর পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস ইতালꦍীর পক্ষ থেকে🍌 এ পুরস্কার প্রদান করা হয়।

দূতাবাস কার্যালয়ে꧒র কনফারেন্স হলরুমে সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. শামীম আহসানের হাত থেকে মেহেনাস তাব্বাসুম শেলি এ পুরস্কার গ্রহণ 💎করেন। ইতালী থেকে বাংলাদেশে ২০২১ সালে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

এ সময় শেলি বলেন, “গত ১০ বছরে ধরে আমার স্বামীকে ব্যবসা প্রতিষ্ঠানে সহায়তা করে যাচ্ছি এবং সেই সাথে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছি। দেশের চাকা সচল রাখতে আমরা আমাদ🐼ের আয় থেকে পরিবারের জন্য বৈধ পথে প্রতি মাসে টাকা প্রেরণ করে থাকি। দ🍰ূতাবাস থেকে দ্বিতীয়বার রেমিট্যান্স পুরস্কার পেয়েছি, এ ধরনের সম্মাননা আমাকে আরও উৎসাহ দিয়েছে বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠানোর।”

মেহেনাস তাব্বাসুম শেলি ইতালিতে বিভিন্ন আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। করোন𒀰াকালীন সময়ে ইতালি এবং বাংলাদেশে অসহায় হতদরিদ্র মানুষকে আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই নারী। শেলি তার বাকী জীবনে মানুষকে সহযোগিতা করে যেতে চান।