কানাডার টরন্টোতে বাংলাদেশি এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ, যিনি মাসখানেক আগে নিখোঁজ হয়েছিলেন। শনিবার (৪ জানুয়াꦗরি) অন্টারিও পোর্ট ব্রুস সৈকতের সংলগ্ন ইরি লেকের তীরে তার মরদ🃏েহ পাওয়া যায় বলে স্থানীয় দৈনিক দ্য লন্ডন ফ্রি প্রেস জানিয়েছে।
নিধুয়া মুক্তাদির (১৯) নামের ওই তরুণী কানাডায় বসবাসরত বাংল🍸াদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। নিধুয়া দেশটির ফানশাওয়ে কলেজে নার্সিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নয়🍸 বছর বয়সে নিধুয়া পরিবারের সঙ্গে কানাডায় যান। এরপর পরিবারের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে বসবাস করছিলেন।
দ্য লন্ডন ফ্রি প্রেস লিখেছে, অন্টারিওর লন্ডন এলাকা থেকে গত ৪ ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন নিধুয়া। তার এক দিন আগে তাকে দেখা গিয়েছিল পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর-পূর্বে হক ক্লিফ রোডে। তার সন্ধানে ডুবুরি ও🔴 ড্রোনের সাহায্যে ব্যাপক অনুসন্ধান💃 চালানো হয়।
নিখোঁজের এক মাস পর লাশ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে অন্টারিওর পুলিশ বলছে, তার শরীরে অস্বাভাবিক✱ কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির বলেন, “পুলিশ আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে। আমার বোন খুব সাহসী ও দৃঢ়চিত্তের ছিল। তাকে হারিয়ে পরিবার খুব খারাপ⛦ সময়ের মধ্য দ𒁃িয়ে যাচ্ছে।”
নিধুয়ার সঙ্গে সবশেষ গত ২৯ নভেম্বর ཧমোবাইল ফোনে কথা হয়েছ♉িল বলে মা সামিনা নাসরিন চৌধুরী জানিয়েছেন।