ভিসা শর্ত লঙ্ঘন🐭ের দায়ে শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ থেকে ছয় বাংলাদেশিকে আটক করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোব💞র) দেশটির পুলিশ এ বিষয়ে জানিয়েছে।
এর আগে, বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী এলাকা সিদুয়ার﷽ একটি বাড়ি থেকে মঙ্𒉰গলবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে,ജ আটককৃ🔯ত বাংলাদেশিদের বয়স ১৮ থেকে ৪৩ বছরে মধ্যে। আরও তদন্ত চলছে।
মঙ্গলবার দেশটির মন্ত্রীসভার ম💯ুখপাত্র ভিজিথা হেরাথ জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করছেন বা ꦡভিসার নিয়ম ভঙ্গ করে এমন কর্মকাণ্ডে জড়িত সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
সূত্র : সিনহুয়া