গুঞ্জন চলছিল কয়েক দিন ধরেই। সেই গুঞ্জন সত্যি করে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা বুবলী। শুক্রবার (৩ꦗ০ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ছেলের ছবি প্রকাশ করে বুবলী জানান, শেহজাদ খান তার ও চিত্রনায়ক শাকিব খানের সন্তဣান।
ফেসবুকে বুবলী লিখেছেন—আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সমক্ষে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর ಌজন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।
শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য𒐪 দোয়া কামনা করছি।
একই সময় শাকিব খানও তার ফেসবুক পেজে ছেলের ছবি প্রকাশ করওেন।
তিনিও লিখেছেন—শেহꦚজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের 🔯ছোট্ট রাজপুত্র।