উত্তরায় গার্ডার দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২, ০৮:৪৭ পিএম

রাজধানী উত্তরার জসীম উদ্দীন এলাকায় বিআরটি প্রকল্পের কাজ চলার সময় প্রাইভেটকারের ওপর গার্ডার পড়ে। এতে শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটন💞াস্থল থেকে ছবি তুলেছেন সংবাদ প্রকাশের প্রতিবেদক আবদুল❀্লাহ আল মামুন।

খয়েরি রঙের প্রাইভেটকারের ওপর বিআরটি প🅷্💖রকল্পের একটি গার্ডার পড়ে

দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িট﷽ি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ এ💯গিয়ে যায়

ক্রেন দিয়ে গার্ডারটি সরানোর পর প্রাইভেটকারের এক পাশ কꦉাটা হয়

দুই নারী, দুই শিশু ও একজন পুরুষের মৃতদ📖েহ উদ্ধার করে ফায়ার সার্ভিস

লাশ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ♎ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে